পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tribute to S.K Roy : প্রয়াত পিয়ারলেসের কর্ণধার এসকে রায়কে শেষশ্রদ্ধা বেলুড় মঠে - Belur Math tribute to S.K Roy

By

Published : May 9, 2022, 8:25 PM IST

পিয়ারলেস কোম্পানির কর্ণধার এসকে রায়ের সঙ্গে বেলুড় মঠের সম্পর্ক সুবিদিত। শিল্পপতি সুনীলকান্তি রায়ের মৃত্যুর খবর প্রকাশিত হতেই রাজ্যের শিল্প মহলে নেমে আসে শোকের ছায়া। শিল্পপতির অন্তিম ইচ্ছা অনুযায়ী বেলুড়মঠে নিয়ে আসা হয় তাঁর দেহ। বেলুড়মঠে তাঁর শবদেহে মাল্যদান করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ (Belur Math tribute to S.K Roy) । তিনি জানান, তাঁর মৃত্যুতে রাজ্যের শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷ উল্লেখ্য, বিগত চার মাস ধরে তিনি চিকিৎসকদের অধীনে চিকিৎসারত ছিলেন। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ পেতেই রাজ্যের বিভিন্ন মহল থেকেই তাঁর আত্মার শান্তি কামনার বার্তা আসে। পাশাপাশি শিল্পপতির পরিবারের সদস্যদের সমবেদনাও জানানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details