Durga Puja 2022: বেলগাছিয়া ছাত্রমিলন সংঘের পুজোর চমক পুরীর জগন্নাথ মন্দির - বেলগাছিয়া ছাত্রমিলন সংঘ
বেলগাছিয়া ছাত্রমিলন সংঘ (Belgachia Chatra Milan Sangha)। প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্যের পুজো বলেই পরিচিত । 21তম বর্ষে তারা সৃষ্টি করেছে পুরীর জগন্নাথ মন্দির । ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণের তালিকায় সর্বদা প্রথমে থাকে পুরীর জগন্নাথ মন্দির । কিন্তু যারা কাজের চাপে, সময়ের অভাবে সেখানে যেতে পারেন না, তাঁদের কথা চিন্তা করে এবছরে মণ্ডপ তৈরি করা হয়েছে । গোটা মণ্ডপটি বাঁশ, কাপড় ও থার্মোকল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে । মূল প্রবেশদ্বারে রয়েছেন নিমাই । মণ্ডপ প্রাঙ্গণে রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা । তবে মণ্ডপের গর্ভগৃহে বিরাজ করছে দশভূজা ।