Arjun Singh Celebrates Eid: টিটাগড়ে বকরি ঈদের নমাজে অংশ নিলেন অর্জুন সিং - ঈদ উল আজহা
ঈদের নমাজে অংশ নিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ টিটাগড় ইদগা ও মসজিদে ঈদ-উল-আজহা (Eid ul Adha 2022) অর্থাৎ, বকরি ঈদের নমাজে অংশ নেন তিনি ৷ সেখানে আলিঙ্গনের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান সাংসদ (Barrackpore MP Arjun Singh Celebrates Eid in Titagarh Idga and Mosque) ৷ সৌভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি জানান, সকলে সুখে-শান্তিতে মিলেমিশে বসবাস করেন ৷ এ দিন টিটাগড় ইদগা ও মসজিদে মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ নমাজ পড়তে আসেন ৷ ছোট থেকে বড় প্রায় সব বয়সের মানুষ আজ টিটাগড় ইদগা ও মসজিদে খোলা আকাশের নিচে ঈদের নমাজ পাঠ করেন ৷