পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Barasat Puja Carnival: বারাসতে পুজো কার্নিভাল, শুভেন্দুকে বিঁধলেন পার্থ ভৌমিক - বারাসতে পুজো কার্নিভাল

By

Published : Oct 7, 2022, 8:28 PM IST

শুক্রবার বারাসতে উত্তর 24 পরগনা জেলার পুজো কার্নিভালে যোগ দেওয়ার পর শুভেন্দুর আক্রমণের জবাব দেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Barasat Puja Carnival)। তিনি বলেন, "শুভেন্দু অধিকারীর মতো কিছু বিজেপি নেতা লাশ নিয়ে রাজনীতি করছে । এটা ওদের পক্ষেই সম্ভব ।" সম্প্রতি মালবাজার কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে টুইট করেন শুভেন্দু অধিকারী । উল্লেখ্য, শুক্রবার বিকেলে টাকি রোডের ধারে শেঠপুকুর ময়দান থেকে জেলার পুজো কার্নিভাল শুরু হয়ে শেষ হয় বারাসত স্টেডিয়ামে । অনুষ্ঠানের মূল মঞ্চ করা হয়েছিল চাঁপাডালি মোড়ে । উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিধানসভায় সরকারের মুখ্য সচেতক ও বিধায়ক নির্মল ঘোষ-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা । প্রায় 24টি পুজো কমিটি এদিনের পুজো কার্নিভালে সামিল হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details