Babita Sarkar: আইনি লড়াই জিতে পছন্দের স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা - পছন্দের স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা
দীর্ঘ প্রতীক্ষা, আইনি লড়াই শেষে অবশেষে মেখলিগঞ্জ ইন্দিরা গার্লস হাইস্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিলেন ববিতা সরকার (Babita sarkar joins mekhliganj indira girls high school) ৷ সোমবার সকাল 10টা নাগাদ তিনি বিদ্যালয়ে আসেন ৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরীর উপস্থিতিতে এদিন স্কুলে যোগ দেন তিনি ৷
TAGGED:
Babita Sarkar