পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

75 Years of Independence আজাদি কা অমৃত মহোৎসবে সেজে উঠেছে কেদারনাথ - আজাদি কা অমৃত মহোৎসব

By

Published : Aug 13, 2022, 10:19 PM IST

স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশের দিকে দিকে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব ৷ এবার স্বাধীনতার 75তম বর্ষপূর্তির অনন্য নজির দেখা গেল কেদারনাথে (Azadi ka Amrit Mahotsav Celebrated in Kedarnath Dham) ৷ অমৃত মহোৎসবের জন্য রুদ্রপ্রয়াগের কেদারনাথ সেজে উঠেছে তেরঙা পতাকায়। সেখানের প্রতিটি বাড়িতে হর ঘর তিরঙ্গা প্রচারের জন্য 10 হাজার পতাকা পাঠিয়েছে প্রশাসন। কেদারনাথে যাওয়া পর্যটকদের হাতে হাতেও বিতরণ করা হচ্ছে পতাকা। পুরো কেদারনাথ এখন হর হর মহাদেব ও বন্দে মাতরমের ধ্বনিতে মুখরিত হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details