পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ATM Robbery : রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টায় গ্রেফতার মানসিক ভারসাম্যহীন যুবক - ATM Robbery

By

Published : May 2, 2022, 12:56 PM IST

ভোররাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের দরজা ভেঙে লুটের চেষ্টা করল এক মানসিক ভারসাম্যহীন এক যুবক (atm robbery case at Raidighi) ৷ যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির ৷ স্থানীয় সূত্রে খবর, রায়দিঘি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিচে থাকা ওই ব্যাঙ্কেরই এটিএম সোমবার ভোর চারটে নাগাদ ভাঙার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরা তৎক্ষণাৎ খবর দেন রায়দিঘি থানায় ৷ পাশাপাশি ব্যাঙ্কের ম্যানেজারকেও জানানো হয় বিষয়টি ৷ পুলিশ এসে এটিএমের মধ্যে থেকে ওই যুবককে গ্রেফতার করে ৷ পুলিশ সূত্রে খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ৷ এটিএম বুথের দরজা ভেঙে প্রবেশ করলেও ওই যুবক এটিএম ভাঙতে পারেনি ৷

ABOUT THE AUTHOR

...view details