"দেশ কি গদ্দারোকো গোলি মারো", স্লোগান BJP-র মিছিলে - BJP সমর্থকদের স্লোগান
‘গোলি মারো শালোকো ৷ দেশ কি গদ্দারোকো গোলি মারো ৷’ এভাবেই মহানগরের রাস্তায় স্লোগান শোনা গেল। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের সঙ্গে ছিল BJP-র পতাকা ৷ BJP-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের জনসভায় যোগ দিতে যাওয়ার সময় এই স্লোগান দেন তাঁরা ৷