পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

MLA takes Piggy back ride : পায়ে দামি জুতো, সাংবাদিকের পিঠে চড়ে বন্যা পরিদর্শন বিজেপি বিধায়কের - Assam BJP MLA takes piggy back ride to take stock of flood situation

By

Published : May 19, 2022, 10:23 PM IST

বৃষ্টিপাতের পরিমাণ যত বাড়ছে, অসমে বন্যা পরিস্থিতি ততই জটিল হচ্ছে । এখনও পর্যন্ত প্রায় 26টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে । আক্রান্তের সংখ্যা 4.03 লক্ষ ছাড়িয়েছে । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলের প্রত্যেক বিধায়ককে নির্দেশ দিয়েছেন, নিজেদের বিধানসভা এলাকার যাবতীয় সমস্যা খতিয়ে দেখতে ৷ তারপরেই লুমডিং এলাকা পরিদর্শনে আসেন বিধায়ক শিবু মিশ্র ৷ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সময়ই জানান, ‘পায়ে দামি জুতো রয়েছে ৷ জলে পা দিতে পারবেন না ৷’’ তারপরই এক সাংবাদিকের পিঠে চড়ে বসেন তিনি । বিধায়কের অবশ্য দাবি, ‘সুস্থ নন ৷ তাই পিঠে চড়ে ঘুরেছেন (Assam BJP MLA takes piggy back ride) ৷’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details