Asim Pokes Anubrata: অনুব্রত গ্রেফতার হতেই গান বাঁধলেন অসীম, সুরে-ছন্দে কটাক্ষ কেষ্টকে - Asim Sarkar Pokes Anubrata Mondal
বিভিন্ন সময় রাজ্য সরকারকে কটাক্ষ করে গান বেঁধেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক । এবার গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির খবর সামনে আসতেই গান বাঁধলেন কবিয়াল অসীম সরকার (Asim Sarkar Pokes Anubrata Mondal) । গানের ছন্দে তিনি বলেন, "দাদা গ্রেফতার হয়েছে সবাই শান্তি পেয়েছে ।"