Durga Puja 2022: অশোকনগর দুর্গোৎসব কমিটির এবারের থিম 'এবং শান্তি' - Ashoknagar Durgotsav Committee Durga Puja 2022
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামার কোনও নামই নেই । সম্প্রতি করোনা কাটিয়ে পুজোপার্বণ ও ভিড়ে মেতেছে সাধারণ মানুষ । পুজোর মধ্যেই কাশ্মীরে ঘটে গিয়েছে জঙ্গি হামলা । তাই অশান্তি দূরে সরিয়ে শান্তির বার্তা দিতে অশোকনগর দুর্গোৎসব কমিটির এবারের থিম 'এবং শান্তি' । প্রায় দেড় মাস বছর পরিশ্রম করে শিল্পী ফুটিয়ে তুলেছেন শান্তির বাণী হিসেবে সূক্ষ্ম কাজের পায়রার নিদর্শন (Ashoknagar Durgotsav Committee) । এরই সঙ্গে প্রতিমাতেও থাকছে সাবেকিয়ানা, যা দেখে ভক্তদের মধ্যেও শান্তির বাতাবরণ বইবে । প্রায় 27 বছরের পুজো 15 লক্ষ টাকা খরচ করে এই মণ্ডপের উপহার দিয়েছে জেলাবাসীকে ।