পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ashok Bhattacharya Election Campaign : উন্নয়নকে হাতিয়ার করেই ফের পৌর নির্বাচনের লড়াইয়ে অশোক

By

Published : Dec 29, 2021, 12:08 PM IST

বুদ্ধদেব ভট্টাচার্যের ফোনে গলেছে বরফ ৷ শিলিগুড়ি পৌর নির্বাচনে অবশেষে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ৷ প্রার্থী তালিকা ঘোষণার পরই মঙ্গলবার প্রচারেও নেমে পড়েন বর্ষীয়ান অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya starts municipal election campaign in Siliguri)। গত পুরবোর্ডে সামলেছিলেন মেয়র পদ। লড়েছিলেন শিলিগুড়ি পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ড থেকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে সেই ওয়ার্ড থেকেই মঙ্গলবার বিকেলে প্রচার শুরু হল অশোক ভট্টাচার্য। ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় নির্বাচনী প্রচারের ফ্লেক্সও লাগান তিনি। গত নির্বাচন থেকে এবারের পৌর নির্বাচন অনেকটাই আলাদা, চ্যালেঞ্জও অনেকটাই বেশি। তবে 2015 নির্বাচনে জয়ের পর যে উন্নয়ন হয়েছে, সেটাকেই প্রচারের হাতিয়ার করছেন অশোক।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details