IT Worker Kidnap Case: দুর্গাপুরে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী অপহরণ মামলায় আরও 2 অভিযুক্ত গ্রেফতার
সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের পলাশডিহায় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী এক যুবতীকে অপহরণের (IT Worker Kidnap Case) ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় আগেই 1 জনকে গ্রেফতার করেছিল আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ (Asansol-Durgapur Commissionerate) ৷ সেই ঘটনায় গতকাল গভীর রাতে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের নাম রাজ ঠাকুর এবং সূরজ পাসওয়ান ৷ প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ওই যুবতীকে 5 দুষ্কৃতী অপহরণ করে একটি গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে 1 ঘণ্টার মধ্যে পুলিশ তাঁকে উদ্ধারও করে ৷ ওই দিন রাতেই অপহরণে ব্যবহৃত গাড়িটি আটক করার পাশাপাশি চালককে গ্রেফতারও করা হয় ৷ গতকাল তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ ধৃতকে জেরা করেই গতকাল রাতে ওই 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷