পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Asansol By Poll : আসানসোল জয়ের 'ম্যান অফ দ্য ম্যাচ' পাণ্ডবেশ্বরের নরেন্দ্রনাথ চক্রবর্তী - আসানসোলে ঘাসফুলের ম্যান অফ দ্য ম্যাচ

By

Published : Apr 17, 2022, 10:24 AM IST

3 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা । 7 টি বিধানসভার মধ্যে কুলটি ছাড়া সব বিধানসভাতেই বিরাট জয় এসেছে তৃণমূলের । কিন্তু সব প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে সেই পাণ্ডবেশ্বর । এই বিধানসভায় তৃণমূল এগিয়ে ছিল 97 হাজারেরও অধিক ভোটে, যা একটি বিধানসভার ক্ষেত্রে প্রায় অবিশ্বাস্য । উপনির্বাচনের আগে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি হুমকির অডিয়ো ভাইরাল হয়েছিল । বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে 7 দিনের জন্য সবরকম প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল । সব বিতর্ক উড়িয়ে তৃণমূল বিধায়কের নেতৃত্ব চমক এনেছে । ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী (TMC Asansol By Poll victory credit goes to controversial Pandabeswar MLA NarendraNath Chakraborty) ।

ABOUT THE AUTHOR

...view details