শান্তিপুরে রাতের অন্ধকারে তছনছ প্রায় কয়েক লাখ টাকার তাঁত - তাঁত
রাতের অন্ধকারে কে বা কারা রণজিৎ দাসের বাড়িতে ঢুকে তছনছ করে দিল প্রায় আট থেকে দশটি তাঁত যন্ত্র। রণজিৎবাবুর ছেলে সুজল দাস জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা । থানায় অভিযোগ দায়ের করেছেন রণজিৎবাবু । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকায় ।