Arjun Singh : দলবদলের পর মন্দিরে পুজো দিলেন অর্জুন সিং - ভাটপাড়া মন্দিরে পুজো দিলেন অর্জুন সিং
সাধারণের শান্তি কামনায় মঙ্গলবার কাঁকিনাড়া ১০ নম্বর গলির পাশে ভাটপাড়ায় ফলাহারী বাবার মন্দিরে পুজো দিলেন সদ্য তৃণমূলে যোগদান করা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন মুখ্য পৌর প্রশাসক তথা ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত (arjun singh worshipped to god at a temple in bhatpara)।