পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Arjun slams Suvendu : দেখা যাবে কার কত হিম্মত; তৃণমূলে ফিরেই শুভেন্দুকে হুঙ্কার অর্জুনের - তৃণমূলে ফিরেই শুভেন্দুকে হুঙ্কার অর্জুনের

By

Published : May 24, 2022, 7:09 AM IST

তৃণমূলে ফিরেই অর্জুন সিং জানিয়েছেন, ঘাসফুলের গরিমা রক্ষা করাই তাঁর প্রধান কাজ ৷ অন্যদিকে, অর্জুন বিদায়ের দিনই শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরের গড় রক্ষার দায়িত্ব দিয়েছে রাজ্য বিজেপি । তা জানার পরেই কার্যত হুঙ্কার দিয়েছেন তৃণমূলের ‘ঘরের ছেলে’ ৷ অর্জুনের সাফ জবাব, ‘‘দেখা যাক উনি দায়িত্ব নিয়ে এখানকার সাংগঠনিক কিছু করতে পারেন কিনা । দেখা যাবে কার কত হিম্মত আছে (Arjun Singh slams Suvendu Adhikari) ।’’ পার্থ ভৌমিকের কটাক্ষ, ‘‘শুভেন্দু যেখানে যেখানে দায়িত্ব নিয়েছেন, সেখানেই বিজেপির ভোটের ব্যবধান কমেছে । আসানসোলের ভোটে যে হার হয়েছে এখানেও সেরকমই হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details