পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

HS Result 2022 : 493 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে ষষ্ঠ রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র - HS Result 2022

By

Published : Jun 10, 2022, 1:41 PM IST

এবারের উচ্চমাধ্যমিকে 493 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছেন অরিত্র মাইতি (Aritra Maity Ranks 6th in HS 2022) ৷ খড়দা রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র ৷ তাঁর বাড়িতে এখন উৎসবের মেজাজ । চলছে মিষ্টিমুখ এবং শুভেচ্ছা বিনিময়ের পালা । অরিত্র মাইতি মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছিলেন । এ বছর 2 এপ্রিল থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক । শেষ হয়েছিল 27 এপ্রিল । পরীক্ষা শেষ হওয়ার 44 দিনের মাথায় ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিকের । এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার 88.44 শতাংশ । সাত জেলায় পাশের হার 90 শতাংশের বেশি ৷

ABOUT THE AUTHOR

...view details