Aparajita Auddy: বনেদিয়ানায় ভরপুর অপরাজিতা, লক্ষ্মীপুজোয় তাঁর বাড়ির হাঁড়ির খবর নিল ইটিভি ভারত - লক্ষ্মীপুজো
প্রতিবারের মতো এবারও লক্ষ্মী বন্দনায় টেলিভিশনের এই মুহূর্তের 'লক্ষ্মী কাকিমা' অপরাজিতা আঢ্য। পরনে টুকটুকে লাল শাড়ি, সোনালী গয়না, নথেও ফুটে উঠেছে একেবারে অন্য স্টাইল । সবমিলিয়ে এবারও তিনি রঙিন । নিজের হাতে সাজিয়েছেন লক্ষ্মী প্রতিমাকে (Laxmi Puja) ৷ গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি (Aparajita Auddy Celebrating Laxmi Puja) । নারকেল নাড়ু তো রয়েছেই। এলোঝেলো ভোগ থেকে শুরু করে মুড়ির মোয়া, ফলপ্রসাদ রয়েছে যেমন একাধারে অন্যদিকে রয়েছে, খিচুড়ি, লাবড়া, আলুর দম, মিষ্টি, পায়েস ৷ ধনদেবীর পুজোর আয়োজনে একেবারেই খামতি রাখেননি লক্ষ্মীকাকিমা তথা অপা।