সল্টলেকে পার্শ্বশিক্ষকদের পাশে অনুপম - বিজেপি নেতা অনুপম হাজরা
বিকাশ ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা মাঠের সামনে বেশ কয়েকদিন ধরে অনশন চালাচ্ছেন পার্শ্বশিক্ষকরা ৷ তাঁদের দাবি অবিলম্বে নিয়োগ করতে হবে ৷ আজ তাঁদের পাশে দেখা গেল বিজেপি নেতা অনুপম হাজরাকে । বিজেপি নেতা বলেন, ‘‘বিকাশ ভবনের সমস্ত আধিকারিকরা এবং সর্বোপরি শিক্ষামন্ত্রী কথায় কথায় মিথ্যা কথা বলেন ৷ গণতান্ত্রিক দেশে শিক্ষকদের পূর্ণ অধিকার আছে সুষ্ঠভাবে বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ করার ৷ কিন্তু রাতের অন্ধকারে এই সরকারের মদতে পুলিশরা লাঠি দিয়ে পিটিয়ে তাদের এই অবস্থান-বিক্ষোভ থেকে তুলে দেয় ৷’’
TAGGED:
বিজেপি নেতা অনুপম হাজরা