পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Anukul Thakur's Grandson Death : প্রয়াত অনুকূল ঠাকুরের নাতি, রাষ্ট্রীয় মর্যাদায় হল শেষকৃত্য - প্রয়াত অশোককুমার চক্রবর্তী

By

Published : Dec 17, 2021, 3:00 PM IST

প্রয়াত অনুকূল ঠাকুরের নাতি অশোককুমার চক্রবর্তী (Anukul Thakur's Grandson Death) ৷ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ এরপর স্থানীয় আশ্রমেই রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর ৷ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ ভিড় জমান ৷ তাঁর এক অনুগামী জানান, ঝাড়খণ্ডের দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রমেই থাকতেন তাঁর নাতি ৷ সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ গত দু’মাস ধরে দুর্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অশোককুমার চক্রবর্তী ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর ৷ এরপর তাঁর দেহ দেওঘরের আশ্রমে পাঠানোর বদলে দুর্গাপুরের শ্যামপুরের আশ্রমেই শেষকৃত্যে মেটানোর সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ তাঁর অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক, দুর্গাপুর পৌরনিগমের প্রতিনিধি-সহ অন্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details