Anubrata at Command Hospital শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে অনুব্রত - আলিপুরের কমান্ড হাসপাতাল
স্বাস্থ্য পরীক্ষার জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal at Alipore Command Hospital for Medical Examination) ৷ এ দিন দুপুরে সিআরপিএফ নিরাপত্তায় কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় গরুপাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ৷ এখানেই তাঁর শারীরিক পরীক্ষার করা হবে ৷ সেই রিপোর্টের উপরে ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হবে কি না ৷ তা না হলে অনুব্রতকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে আসা হবে ৷ তার পর চলবে জেরা পর্ব ৷ সিবিআই সূত্রে খবর, অনুব্রতর প্রাক্তন নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করে তাঁকে জেরা করা হবে ৷