পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Anubrata Mandal Bodyguard : গরু পাচার মামলায় ফের আদালতে তোলা হল সায়গলকে

By

Published : Jun 17, 2022, 4:47 PM IST

সাতদিনের হেফাজত শেষে গরু পাচার মামলায় ফের সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে তোলা হল (Anubrata Mandal Bodyguard Saigal Hossain Produce to Asansol CBI Court)। গত 9 জুন নিজাম প্যালেসে দীর্ঘ জেরার পর অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছিল সিবিআই। 10 জুন তাকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। বিচারক সায়গলকে সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। যদিও সায়গল হোসেনের আইনজীবী দাবি করেছিলেন আইনবিরুদ্ধভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। গত সাত দিনে নিজেদের হেফাজতে রাখার পর সায়গলের কাছ থেকে কী কী তথ্য পেয়েছে সিবিআই তা কোর্টে পেশ করা হবে। পাশাপাশি বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে এসেছিল তার হদিশ পাওয়া গিয়েছে কি না, সে বিষয়ে সিবিআই কোর্টে জানাতে পারে।

ABOUT THE AUTHOR

...view details