Animal Loving Family: সারমেয়দের শ্রাদ্ধানুষ্ঠান ! 100 পথ সারমেয়ের ভোজনে ব্যস্ত ঘোষদোস্তিদার পরিবার - সারমেয়দর শ্রাদ্ধানুষ্ঠান
খবরের কাগজ খুললেই চোখে পড়ে পথ সারমেয়দের উপর অত্যাচারের কথা ৷ ব্যতিক্রম সর্বত্র থাকে ৷ যেইরকম চন্দননগরের পশুপ্রেমী ঘোষদোস্তিদার পরিবার ৷ পাগলু বাবা, বিচ্ছু বাবা, লিডু রানি কুটুস ও রানি যাদের মৃত্যু হয়েছে ৷ এরা সকলেই বাড়ির সারমেয় সদস্য ৷ তাতে কী ? এই সারমেয়দের শ্রাদ্ধানুষ্ঠান করল চন্দননগরের ঘোষদস্তিদার পরিবার ৷ সেই উপলক্ষে বৃহস্পতিবার 100টি পথ কুকুরের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিল ৷ মেনুতে ছিল মাংস ভাত ৷ বাড়ির সারমেয় সদস্যদের শ্রাদ্ধানুষ্ঠানে এছাড়াও 500 অতিথি নিমন্ত্রিত হয়েছিল ৷ অতিথিদের জন্য মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, পটলের দোরমা, পনির বাটার মশলা, চাটনি, পাপড় ও হরেক রকমের মিষ্টি ।