পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Old Woman Drown: স্নান করতে নেমে কংসাবতী নদীতে ডুবে মৃত্যু হল বৃদ্ধার - বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ থানা

By

Published : Oct 14, 2022, 6:40 PM IST

রোজকারের মতোই কংসাবতীতে স্নানে গিয়েছিলেন বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধ থানার অন্তর্গত জামদা গ্রামের বাসিন্দা ইছামতি সর্দার। কিন্তু স্নান সেরে বাড়ি ফেরার পরিবর্তে তাঁকে পাড়ি দিত হল না-ফেরার দেশে। ইছামতি সর্দার নামে বছর আশির ওই বৃদ্ধা শুক্রবার কংসাবতী নদীতে সকাল 10টা নাগাদ স্নান করতে নামেন। কিন্তু জলের গতিবেগ বেশি থাকায় তিনি তলিয়ে যান (Old Woman Drown)। ঘটনাটি লোক জানাজানি হতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় রানিবাঁধ (Ranibandh) থানাতে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাধারণ বাসিন্দাদের তৎপরতায় প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালানোর পর ওই বৃদ্ধার দেহ কংসাবতী নদী থেকে উদ্ধার হয়।

ABOUT THE AUTHOR

...view details