পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"কাছাকাছি মনে হলেও, শনি ও বৃহস্পতি থাকছে 73 কোটি কিলোমিটার দূরে"

By

Published : Dec 21, 2020, 5:34 PM IST

আজকের দিনটা বিশেষ । ‌2020 সালের দীর্ঘতম রাত হতে চলেছে আজকের এই রাত । আরও এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আজ সন্ধ্যায় ৷ প্রায় 400 বছর পর ফের বৃহস্পতি ও শনি, এই দুটি গ্রহ কাছাকাছি আসছে ৷ ভারতীয় সময় আজ বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একে অপরের কাছাকাছি থাকবে এই দুই গ্রহ । তবে জ্যোতির্বিজ্ঞানী ডঃ দেবীপ্রসাদ দুয়ারি বলছেন, রাতের আকাশে বৃহস্পতি ও শনি পরস্পরের খুব কাছাকাছি দেখা গেলেও আসলে এরা খুব কাছাকাছি আসছে না । কারণ আজ এই দুটি গ্রহের মধ্যে গড় দূরত্ব থাকবে 73 কোটি কিলোমিটার । কিন্তু পৃথিবী থেকে দেখলে মনে হবে আকাশে গা ঘেঁষাঘেষি করে দুটি গ্রহ দাঁড়িয়ে রয়েছে । দক্ষিণ পশ্চিম আকাশে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details