School Principal Suspended: আর্থিক দুর্নীতির অভিযোগে স্কুল প্রিন্সিপালকে সাসপেন্ড করল পৌরসভা - পৌরসভা পরিচালিত নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়
কোচবিহার পৌরসভা পরিচালিত নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি এবং বাংলা মাধ্যম স্কুলের প্রিন্সিপাল জয়ন্ত অধিকারীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ (Allegations of Financial Corruption of School Principal)। যার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ ওঠার ঘটনা খতিয়ে দেখতে গেলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। ইতিমধ্যে জয়ন্ত অধিকারীকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে (School Principal Suspended by Municipality's Chairman)। তদন্তে এসে বেশ কিছু হিসেবে গরমিল খুঁজে পান রবীন্দ্রনাথবাবু। সেই সঙ্গে প্রায় ছয় মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন নেওয়ারও তথ্য উঠেছে ৷ তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত গ্রহণ করেছে পৌরসভা এমনটাই জানান রবীন্দ্রনাথ ঘোষ। যদিও এ বিষয়ে জয়ন্তবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।