Magrahat Panchayat : মগরাহাটে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - পঞ্চায়েতে মিটিং না করায় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নেতড়া পঞ্চায়েত ঘরে তালা দিল তৃণমূল পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা (Allegations of Corruption Against Panchayat Pradhan) ৷ পঞ্চায়েতে মিটিং না করায় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বিপাকে পঞ্চায়েতে আসা সাধারণ মানুষরা। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার নেতড়া গ্রাম পঞ্চায়েতের। বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, নেতড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ওদুদ গাজী দীর্ঘদিন ধরে নিজের মতো করে কাজ করছেন ৷ কোনও পঞ্চায়েত সদস্যদের কাজ করতে দিচ্ছেন না। একাধিকবার পঞ্চায়েতে মিটিং ডেকে সেই মিটিং করছেন না পঞ্চায়েত প্রধান। তাই এদিন তাঁরা তালা দিতে বাধ্য হন ৷
TAGGED:
Magrahat Panchayat