পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

plastic rice at the mid day meal : মিড-ডে মিলে প্লাস্টিক চালের অভিযোগে চাঞ্চল্য - plastic rice at the mid day meal

By

Published : Jan 5, 2022, 8:02 PM IST

মিড-ডে মিলে বিতরণ করা হচ্ছে প্লাস্টিক চাল ৷ অভিযোগে উত্তপ্ত ফরাক্কার 17 নং বেনিয়াগ্রাম নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় ৷ ছাত্রছাত্রীদের দেওয়া চালে মেশানো হচ্ছে প্লাস্টিকের চাল (Allegation of plastic rice at the mid day meal service in Farakka)। বুধবার অভিভাবকদের এমনই দাবি ঘিরে স্কুল চত্বরে উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদ। পরিস্থিতি খতিয়ে দেখে আপাতত সেই চাল বিতরণ বন্ধের নির্দেশ দেন তিনি। চালে প্লাস্টিক জাতীয় কিছু সত্য়িই রয়েছে কিনা, তা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বার্তা দেন ফরাক্কার বিডিও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details