পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Protest of Gamblling in Santipur: জুয়া খেলা ও মদ্যপানের প্রতিবাদ, শ্লীলতাহানি-মারধরের অভিযোগ শান্তিপুরে - জুয়া খেলা ও মদ্যপানের প্রতিবাদে মারধরের অভিযোগ

By

Published : Sep 18, 2022, 10:57 PM IST

বাড়ির সামনে জুয়া খেলা এবং মদ্যপানের প্রতিবাদ করায় শ্লীলতাহানি, বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ (Allegation of Molestation) উঠল এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ডাবরে পাড়া এলাকার। অভিযোগ বাড়ির সামনে ওই এলাকারই কয়েকজন যুবক প্রায় নিত্যদিন জুয়ার আসর বসায়। সঙ্গে চলে মদ্যপান এবং অশ্লীল ভাষায় গালিগালাজ। গতকাল রাতে তার প্রতিবাদ করাতেই এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। বাড়িও ভাঙচুর করা হয়। এর আগেও একই ঘটনা ঘটেছে ৷ রবিবার ওই অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে (Protest against Gamblling in Santipur)।

ABOUT THE AUTHOR

...view details