Bhatpara Municipality Election: ভাটপাড়ায় পুলিশের সামনেই ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্বাচন
ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নির্বাচনে 105নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে (Allegation of Falls Voting in Word No 3 of Bhatpara Municipality Election) ৷ পুলিশের সামনেই এক একজন 5টি করে ভোট দিয়ে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী প্রার্থীদের এজেন্টরা ৷ ভাটপাড়ার হিন্দু স্কুলের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে 3 নম্বর ওয়ার্ডে ৷ এজেন্টদের অভিযোগ, কুড়িটার বেশি ফলস ভোট পড়েছে ৷ অভিযোগ, যাঁরা এই ছাপ্পা ভোট দিচ্ছেন, তাঁদের কারও কাছে পরিচয়পত্র নেই ৷ এ নিয়ে প্রিসাইডিং অফিসারকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ এই ওয়ার্ডে গত পৌরসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী বাবলি দে’র মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত হয়ে যায় ৷