KMC Election 2021 : আক্রান্ত 23 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - KMC Election 2021
কলকাতা পৌরভোটে 23 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজয় ওঝাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (attack on bjp candidate of 23 no ward in KMC election, allegation against TMC) ৷ আক্রান্ত প্রার্থী জানিয়েছেন, তৃণমূল বুথ দখল করছিল, তার প্রতিবাদ করায় তিনি আক্রান্ত হন ৷ বিজয় ওঝার কটাক্ষ,"এর থেকে ভোট না করিয়ে সার্টিফিকেট দিয়ে দিতে পারত ৷"
TAGGED:
KMC Election 2021