Amarnath Cloud Burst: সুস্থ রয়েছেন অন্ডালের অমরনাথযাত্রীরা - Twenty People from Andal to Amarnath are Safe
6 জুলাই অমরনাথ যাত্রা করেছিলেন অন্ডালের প্রায় 20 জন তীর্থযাত্রী (Twenty People from Andal to Amarnath are Safe)। তাঁদের মধ্যে অন্যতম অন্ডাল থানা রোডের বাসিন্দা রাজকুমার মাজি, তাঁর স্ত্রী ঝুমা মাজি ও তাঁদের একমাত্র শিশু সন্তান । তাঁরা চলতি মাসের 6 তারিখে একসঙ্গে পুরো দল মিলে রওনা দেন অমরনাথের উদ্দেশ্যে । 8 জুলাই অমরনাথে পাহাড়ে অতি বর্ষার জেরে ভয়াবহ ধস নামে । বহু তীর্থযাত্রীর মৃত্যু হয় । মাজি পরিবার আতঙ্কিত হয়ে পড়ে । রাজকুমার মাজির কাকা দিলীপ মাজি জানান, আমরা 8 তারিখের ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েছিলাম । ফোনেও যোগাযোগ করতে পারিনি । তারপরে একটা এসএমএস আসে অন্য নম্বর থেকে । আমরা সেই ফোন নম্বরে যোগাযোগ করে জানতে পারি, রাজকুমার-সহ অন্ডাল থেকে যাঁরা গিয়েছিল তাঁরা সবাই নিরাপদ ও সুস্থ আছে । ওরা অমরনাথ থেকে 15 কিমি দূরে আছে । সেনাবাহিনীর কর্তারা বলেছেন যে মঙ্গলবার ওদের অমরনাথ দর্শনে যেতে দেওয়া হবে ।