শুভেন্দুবাবু দলের বিশিষ্ট নেতা : অখিল গিরি - শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর তথা রামনগরের বিধায়ক অখিল গিরির মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসা ৷ বরাবরই শুভেন্দু অধিকারীর বিরোধী বলেই পরিচিত অখিল গিরি ৷ এহেন গিরির মুখে শুভেন্দুর কথা শুনে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ শনিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘‘শুভেন্দুবাবু এখনও দলে আছেন ৷ দলের বিশিষ্ট নেতা তিনি ৷ মহিষাদলে তাঁর অরাজনৈতিক সভা আছে ৷ সেখানে শিবসেনা পতকা লাগিয়েছে ৷ এমনকি শুভেন্দু অধিকারীর ছবির উপরও লাগিয়েছে ৷ আমার ছবির উপর যদি কেউ BJP-র পতকা লাগিয়ে দেয়, তাহলে কি আমি BJP হয়ে গেলাম ?’’