Nanoor Flood : অজয় নদের বাঁধ ভেঙে প্লাবিত 30টি গ্রাম - নানুর
দু’দিনের টানা বৃষ্টিতে বাঁধ ভাঙল অজয়ের ৷ জলের তোড়ে ভেসে গেল অন্তত 30টি গ্রাম ৷ জলবন্দি বীরভূমের নানুরের বাসাপাড়ার অস্থায়ী পুলিশ ক্যাম্প, স্থানীয় স্কুল, দোকানপাট ৷ ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয় নদে জলস্তর বাড়ার ফলেই বৃহস্পতিবার দুপুরে ইলামবাজারে ভেঙে পড়ে নির্মীয়মান সেতুর অংশ ৷ ডুবে যায় জয়দেবের অস্থায়ী ফেরিঘাট ৷ পরে রাত্রিবেলা নানুরের সুন্দরপুর গ্রামের কাছে অজয় নদের বাঁধ ভেঙে যায় ৷ প্রাণ বাঁচাতে কার্যত এক কাপড়ে ঘর-বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন দুর্গতরা ৷