Agnimitra Paul : একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিলে তা পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করবে তৃণমূল, মন্তব্য অগ্নিমিত্রার - Agnimitra Paul slams Trinamool Congress over MGNREGA work
একশো দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul slams TMC) । তিনি রবিবার হাওড়াতে আসেন ৷ তিনি প্রকাশ্যে বলেন, "একশো দিনের টাকা এখন কেন্দ্রীয় সরকার দিয়ে দিলে সেই অর্থ সামনের বছরের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের দলীয় প্রচারে ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস ।" তিনি আরও অভিযোগ করে বলেন, "সারা দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই একশো দিনের কাজে টাকা বন্ধ করা হয়েছে । এর একটাই কারণ এই রাজ্যের শাসকদল কেন্দ্রীয় প্রকল্পের টাকা নেবে অথচ তার কোনও হিসাব কেন্দ্রীয় সরকারকে দেবে না ।" এই ধরনের কাজ বেশিদিন চলতে পারে না বলেই দাবি করেন নেত্রী । পাশাপাশি তিনি জানান, এই রাজ্য ছাড়া সমস্ত রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ ও প্রাপ্তি নিয়ে কোনও অভিযোগ নেই ।"