Municipal Election 2022 : কেন্দ্রীয় বাহিনী ছাড়া পৌরভোট সম্ভব নয়, মেলার উদ্বোধনে এসে মন্তব্য অগ্নিমিত্রার - পৌরভোট 2022
কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় ৷ অভিমত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul demands Central Force deployment for upcoming Municipal Election) ৷ তাই রাজ্যের আসন্ন পৌর নির্বাচনগুলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাবেন তাঁরা ৷ শুক্রবার বারাসতে একথা বলেন অগ্নিমিত্রা ৷ এদিন যশোর রোডের ধারে একটি মেলার উদ্বোধন করেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কলকাতার পৌরভোটে ‘সন্ত্রাস’ এবং রাজ্যে পুলিশ, প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হন তিনি ৷