Agnimitra on Shatrughan : "বিহারে নিজের বাড়ির লোকই ওঁকে ভোট দেননি ; শত্রুঘ্নকে কটাক্ষ অগ্নিমিত্রার
"ওঁকে বিহারে নিজের বাড়ির লোকই ভোট দেননি", শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ অগ্নিমিত্রা পলের (agnimitra paul criticises shatrughan sinha) ৷ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার জমে উঠেছে । তাপমাত্রায় পারদ যত চড়ছে ততই বাড়ছে রাজনৈতিক তরজা। অন্ডালের বহুলাতে এদিন রোড-শো করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী তথা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। রোড-শো শেষে তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী শাসকদলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করে বলেন, ‘‘উনি বহিরাগত। দিদিই তো গত বিধানসভা নির্বাচনে আমাদের শিখিয়েছেন বাইরে থেকে যারা আসবেন তারা বহিরাগত।’’ তিনি আরও বলেন, ‘‘শত্রুঘ্ন সিনহা বিহারে দু‘লক্ষ আশি হাজার ভোটে হেরে এসেছেন। ওঁর বাড়ির লোকেরাই তো তাঁকে ভোট দেননি। উনি আসানসোলে কী জয়ী হবেন? বহিরাগতকে আসানসোলবাসী যে ভোট দেবেন না তা স্পষ্ট।’’ এদিন ঢাক-ঢোল সহযোগে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে সঙ্গে নিয়ে অগ্নিমিত্রা পলের এই রোড-শোয়ে বিজেপি নেতা-কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত ৷
Last Updated : Jun 28, 2022, 1:19 PM IST