পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

DMC Workers Agitation : নায্য বেতনের দাবিতে দুর্গাপুর পৌরনিগমের সামনে সাফাইকর্মীদের ধরনা - নায্য বেতনের দাবিতে দুর্গাপুর পৌরনিগমের সামনে সাফাইকর্মীদের ধরনা

By

Published : Jun 20, 2022, 7:56 PM IST

শহরজুড়ে ধরনায় সামিল দুর্গাপুরের সাফাইকর্মীরা ৷ প্রায় 43 টি ওয়ার্ডের সাফাই কর্মীরা সামিল হয়েছেন এই বিক্ষোভে (Agitation of sweepers breaks out in front of Durgapur municipal corporation) ৷ বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে সোমবার দুর্গাপুর পৌরনিগমের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷ এদিন দুপুরে দুর্গাপুরের গান্ধি মোড় ময়দান থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল ৷ মিছিলে নেতৃত্ব দেন আইএনটিইউসির রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার ও আইএনটিইউসির নেতা সুভাষ সাহা। কর্মীদের দাবি দীর্ঘদিন ধরেই তাঁরা নিম্ন বেতনে কাজ করছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নায্য বেতনের আশ্বাস দিলেও তা মেলেনি ৷ তাই বাধ্য হয়েই তাঁরা ধরণায় বসেছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details