Attack on Hanuman Temple : হনুমান মন্দিরে হামলার অভিযোগে আরামবাগে ব্যাপক উত্তেজনা
আজ হনুমান জয়ন্তী ৷ এই হনুমান জয়ন্তীকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও আরামবাগ শহরে হনুমান মন্দির চত্বর ধর্মীয় পতাকার সঙ্গে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়। অভিযোগ, শুক্রবার গভীর রাতে কিছু দুষ্কৃতী সেই পতাকাগুলি ছিঁড়ে দেয়। পাশাপাশি মন্দিরেও হামলা চালায় (Attack on Hanuman Temple) ৷ শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই উত্তেজিত হয়ে পড়েন ওই এলাকার মানুষ ৷ দোষীদের শাস্তির দাবীতে পথ অবরোধ করে বজরং কমিটি। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
TAGGED:
Attack on Hanuman Temple