Cooch Behar Changrabandha Border: চ্যাংরাবান্ধায় শ্রমিকদের থেকে নেওয়া কাটমানির প্রতিবাদে সরব বিজেপি - বিজেপি করলে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে প্রতিবাদে সরব বিজেপি
কোচবিহারের চ্যাংরাবান্ধা বাণিজ্যকেন্দ্র শ্রমিকদের কাছ থেকে নিচ্ছে কাটমানি, বিজেপি করলে শ্রমিকদের কাজ দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সরব বিজেপি (Agitation by BJP in Cooch Behar Changrabandha Border)৷ পালটা অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূলের ৷ এ কারণে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধায় বিজেপির তরফে প্রতিবাদ সভা এবং মিছিল করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী, সাংসদ জয়ন্ত রায়-সহ অন্যান্য নেতৃত্বরা এবং কর্মী-সমর্থকরা ৷ পাশাপাশি এদিন বিজেপির পথসভা এবং মিছিল শেষে প্রায় 200টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে ৷ এমনটাই দাবি করেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী ৷