TMC aggitation at BJP office : তৃণমূলের বিক্ষোভের পর সদর কার্যালয় প্রাঙ্গণ গঙ্গা জলে সাফ করল বিজেপি - BJP washes headquarter premises with Ganges water after TMC aggitation
তৃণমূলের বিক্ষোভের পর কলকাতায় রাজ্য়ের সদর কার্যালয় প্রাঙ্গণ গঙ্গা জলে ধুয়ে দিলেন বিজেপি'র কর্মী-সমর্থকেরা । যেখানে বসে তৃণমূল সমর্থকেরা বিক্ষোভ দেখায়, বিজেপি'র যুব মোর্চার পক্ষ থেকে গঙ্গাজল দিয়ে ধুয়ে দেওয়া হয় সেই স্থান। এরপর বিজেপিও পাল্টা বিক্ষোভ দেখায়। বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, "যে ধরনের অসভ্যতা তৃণমূল কংগ্রেস শুরু করেছে সেটা কাম্য নয়। তৃণমূল যদি আমাদের পাটি অফিসে বিক্ষোভ দেখায় তাহলে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কোনও অস্বিত্ব থাকবে না। পাল্টা আমরা এবার কালিঘাটে বিক্ষোভ দেখাব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে প্রশাসনিক বৈঠক করবেন সেখানেই আমরা বিক্ষোভ করব ৷"
TAGGED:
TMC aggitation at BJP office