Police seize illegal coal : পুলিশি তৎপরতায় ভেস্তে গেল কয়লা পাচার - পুলিশি তৎপরতায় ভেস্তে গেল কয়লা পাচার
কালো হীরের কালো কারবারের তদন্ত করছে যখন সিবিআই তখনও অবৈধ কয়লা পাচারের চেষ্টা অব্যাহত। কিন্তু তৎপর পুলিশ। অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যান আটক করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ ৷ শুক্রবার গভীর রাতে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত বিল পাহাড়ি এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই একটি পিকআপ ভ্যানকে আটক করে পুলিশ । পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে পাণ্ডবেশ্বরের বিলপাহাড়ি এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই পিকআপ ভ্যানটিকে আটক করা হয় । অবৈধ কয়লা গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কে বা কারা এই অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ (Police seize illegal coal)।
TAGGED:
Police seize illegal coal