পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

যশের কারণে জেনারেটর চালিয়ে মোবাইল চার্জ দিচ্ছেন গ্রামবাসীরা - GOPIBALLAVPUR

By

Published : May 27, 2021, 5:44 PM IST

ঘূর্ণিঝড় যশের প্রভাবে ঝাড়গ্রামে তেমন কিছু ক্ষতি না হলেও নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল ব্লকে বৃষ্টি ও ঝড় হবার কারণে কিছু গাছ পড়ে যায়। ফলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে বহু গ্রামে। বৃহস্পতিবার দেখা গেল গোপীবল্লভপুর ২ নং ব্লকের পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের জ্যোতিগোবরা গ্রামে জেনারেটর চালিয়ে চলছে মোবাইল, চার্জিং লাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীতে চার্জ দেওয়ার কাজ । উল্লেখ্য, মানিকপাড়া সাব স্টেশন থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় গোপীবল্লভপুর ২নং ব্লকের খাড়বান্ধি, পেটবিন্ধি গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকা এবং বেলিয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের আংশিক এলাকা। সমান্য একটু বৃষ্টি হলেই দীর্ঘক্ষণ বিদ্যুত থাকে না বলে অভিযোগ এলাকাবাসীর। এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জায়গায় বছরের পর বছর ধরে একাধিকবার অভিযোগ জানালেও কোনও লাভ হয়নি।

ABOUT THE AUTHOR

...view details