পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Baguiati double murder: মৃত অতনু দে'র বাড়িতে অধীর, পরিবারের সঙ্গে বললেন কথা - Adhir on Baguiati Incident

By

Published : Sep 9, 2022, 9:30 PM IST

বাগুইআটি জোড়া খুন কাণ্ডে, মৃত অতনু'র বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Baguiati double murder)। তিনি অতনুর পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। সেখানেই পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি ৷ পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশের উপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। পুলিশ সক্রিয় হলে দু'টো ছেলের প্রাণ যেত না। এখন সাসপেন্ড করে লাভ নেই। সব শেষ হয়ে যাওয়ার পর এখন ব্যবস্থা নিয়ে কী হবে? পুরোটাই চোখে ধুলো দেওয়ার চেষ্টা (Adhir Ranjan Chowdhury on Baguiati Incident)।

ABOUT THE AUTHOR

...view details