পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Adhir Chowdhury: 'মোদি-দিদির গোপন আঁতাত স্পষ্ট', উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কটাক্ষ অধীরের

By

Published : Jul 21, 2022, 9:50 PM IST

উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে না তৃণমূল কংগ্রেস । একুশে জুলাই সমাবেশ শেষে কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিষয়টি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury slams TMC for not taking part in vice president election) ৷ বিষয়টিকে তিনি "মোদি-দিদির গোপন আঁতাত স্পষ্ট" বলে কটাক্ষ করেছেন ৷ তিনি বলেন, "বন্যায় লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হলেও অসম ছেড়ে দার্জিলিংয়ের পাহাড়ে চলে আসেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা । জগদীপ ধনকাড়ের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও হিমন্ত বৈঠক করেন । তারপরের দিন বিজেপির পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধানকড়ের নাম ঘোষণা করা হয় । তাঁর বিরুদ্ধে বিরোধীদলের প্রার্থী ঠিক করতে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক বসা হয় । সেই বৈঠকে অনুপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস । এখন তাঁরা বলছে উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে না । তার মানেই ধনকাড়কে সাহায্য করা ।"

ABOUT THE AUTHOR

...view details