পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Rituparna Sengupta : চালতা বাগানে দুঃস্থদের হাতে উপহার, খাদ্যদ্রব্য তুলে দিলেন ঋতুপর্ণা - Chaltabagan

By

Published : Oct 16, 2021, 10:48 PM IST

বাপ্পি লাহিড়ীর সুরে গান গেয়ে পুজোর মরশুমে ভক্তকুলের নজর কেড়েছেন ৷ একাদশীর দিন চালতা বাগানের পুজোয় এসে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানালেন কলকাতা এবং মুম্বই মিশিয়ে পুজোটা ভালই কাটল । এলাকার অসহায় এবং কচিকাঁচাদের হাতে এদিন উপহার এবং খাদ্যদ্রব্য তুলে দেন তিনি। পুজোর মণ্ডপে এদিন বিকেলে ঢাকের তালের সঙ্গে কোমর দোলান অভিনেত্রী। তাঁর সঙ্গী হন কোরিওগ্রাফার অভিরূপ সেনগুপ্ত।

ABOUT THE AUTHOR

...view details