পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tarun Majumdar Demise: তালাবন্ধ ঘর, এনটি ওয়ান স্টুডিয়োতে পৌঁছল তরুণ মজুমদারের নিথর দেহ, কী বলছে শিল্পীমহল? - Actors mourns Tarun Majumdars death from NT1 studio

By

Published : Jul 4, 2022, 9:43 PM IST

তরুণ মজুমদার আর নেই ৷ সকাল 11টার একটু পরেই শিল্পীমহলে ছড়িয়ে পড়েছিল দুঃসংবাদটা ৷ কিন্তু তিনি তো কেবল পরিচালক নন, কারও কাছে তনু দা তো কারও আবার তনু জ্যেঠু ৷ মৃত্যুর পর ফুল-মালা উপচে পড়ুক তাঁর মরদেহে, একেবারেই চাননি কট্টর বামমনস্ক এই পরিচালক ৷ করে গিয়েছেন দেহদানও ৷ প্রিয় এনটি ওয়ান স্টুডিয়োতে বর্ষীয়ান পরিচালকের দেহ এদিন যখন পৌঁছল, তখন বেলা তিনটে পেরিয়েছে ৷ পরিচালকের ইচ্ছেকে মর্যাদা দিয়ে শববাহী যান থেকে নামানো হয়নি মরদেহ ৷ তালাবন্ধই রইল তাঁর ঘর ৷ তবু আবেগ কী আর বাঁধ মানে ? লম্বা কেরিয়ারে তরুণ মজুমদারের হাত ধরে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেয়েছেন অনেকে ৷ যাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায় ৷ দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা-র মত তরুণ মজুমদারের কালজয়ী ছবির অভিনেত্রী বুজে আসা গলায় বললেন, "মনে হচ্ছে দ্বিতীয়বার বাবাকে হারালাম ৷" কাজের অভিজ্ঞতা শেয়ার করে তরুণ মজুমদারের মৃত্যুতে কী বললেন বাকিরা, আসুন দেখে নেওয়া যাক (Actors mourns Tarun Majumdar's death from NT1 studio) ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details