পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"কার্যকলাপ সংগঠনের পক্ষে নয়", শিশিরকে আক্রমণ অখিলের - শিশির অধিকারীর কার্যকলাপ দলের পক্ষে ঠিক নয়

By

Published : Dec 24, 2020, 7:49 AM IST

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ডরমেটরির মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে পথসভা ও জনসভা আয়োজন করা হয় । আর এই জনসভায় ছিলেন না তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শিশির অধিকারী ও তাঁর ছেলে সাংসদ দিব্যেন্দু অধিকারী ও সৌমেন অধিকারী । যা নিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা ৷ এই বিষয়ে বিধায়ক অখিল গিরিকে প্রশ্ন করা হলে শিশিরবাবুর বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন তিনি । বলেন, ‘‘শিশিরবাবুকে চিঠি পাঠানো হয়েছিল । আমি আমার বিধায়ক প্যাড থেকে শিশির অধিকারীকে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু শিশিরবাবু প্রোগ্রামে কেন অনুপস্থিত হলেন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার ।’’ এরপরই তিনি বলেন, শিশিরবাবুর কার্যকলাপ দলের সংগঠনের পক্ষে নয় । তাঁকে দলের জেলা সভাপতির পদ থেকে সরানো হোক ।

ABOUT THE AUTHOR

...view details