Accused of rape under the Pocso Act : ধর্ষণের অভিযোগে পকসো আইনে অভিযুক্তের দশ বছরের জেল ও জরিমানা - Accused of rape under the Pocso Act
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে প্রায় চার বছর পর পকসো আইনে দশ বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা করল আদালত (Accused of rape under the Pocso Act )। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা। জানা যায়, নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা হাসিবুল মন্ডল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 16 বছরের এক নাবালিকাকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীকালে ওই নাবালিকার গর্ভে সন্তান আসে। এরপর নাবালিকার পরিবারের তরফ থেকে সালিশি সভা ডাকা হয় ৷ কিন্তু কোনও সমাধান না-হওয়ায় আইনের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। দীর্ঘ প্রায় চার বছর মামলা চলার পর কৃষ্ণনগর আদালতে সাজা ঘোষণা হয় অভিযুক্তর। বিচারক পকসো আইনে অভিযুক্তের সাজা ঘোষণা করেন ৷